ভোলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

নিহত মো. মোস্তফা
নিহত মো. মোস্তফা

ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা (৬৫) নামের এক শিক্ষক নিহত হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ভোলা সদর উপজেলার বাঘার হাওলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ভোলা  সদর উপজেলার ইলিশা বাঘার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং বাঘার হাওলা ৫ নম্বর ওয়ার্ডের মরহুম আনোয়ার উল্লাহ মিয়ার ছেলে এবং বিমানবাহিনীর সার্জেন্ট মো. আকতার হোসেন ও ইলিশা ইসলামিয়া মডেল কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুকের বাবা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে একটি সিএনজির ধাক্কায় তিনি আহত হয়। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সাবেক এ শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


সর্বশেষ সংবাদ