নন্দীগ্রামে উসানের নতুন কমিটির সভাপতি তুহিন, সম্পাদক হালিম

তাজিজুল ইসলাম তুহিন ও আ. হালিম বোখারী
তাজিজুল ইসলাম তুহিন ও আ. হালিম বোখারী  © সংগৃহীত

ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম (উসান)-এর সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ কমিটি ঘোষণা করা হয়।

উসানের সদ্য সাবেক সভাপতি মাহদী হাসান আল-আমিন (পাবিপ্রবি) ও সম্পাদক তাজিজুল ইসলাম তুহিনকে (শেকৃবি) বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাজিজুল ইসলাম তুহিনকে (শেকৃবি) সভাপতি, নাঈমা আফরিন শিফাকে (রাবি) ১ নম্বর সহসভাপতি ও আ. হালিম বোখারীকে (রাবি) সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উসানের উদ্যোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

২০২০ সালে প্রতিষ্ঠিত একটি প্রগতিশীল, স্বেচ্ছাসেবী ও সহযোগিতামূলক সংগঠন উসান। সংগঠনটি শিক্ষার্থীদের একত্রিত করে পরস্পরের মধ্যে যোগাযোগ, সংযোগ, সহযোগিতা ও সমাজকল্যাণ মূলক কাজে অংশগ্রহণের নিমিত্তে প্রতিষ্ঠিত।


সর্বশেষ সংবাদ