দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সড়ক দুর্ঘটনায় নিহত ৪ যুবক
সড়ক দুর্ঘটনায় নিহত ৪ যুবক  © সংগৃহীত

মাদারীপুরের শিবচর-জাজিরা সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল তিনটার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শিবচর উপজেলার কুতুবপুর সাহেব বাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার এবং জাজিরার কলম ঢালীর কান্দি গ্রামের বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত হয়েছেন আরও দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সার্ভিস রোডে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। হঠাৎই বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র গতির কারণে আরোহীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে পথেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ