বিকালে শেষ হচ্ছে বিডি জবসের চাকরি মেলা

 ‌‌‌‌‌‌‘সেলস চাকরি মেলা’
‌‌‌‌‌‌‘সেলস চাকরি মেলা’   © সংগৃহীত

তিন হাজারের অধিক সেলসম্যান নিয়োগের লক্ষ্যে ‌‌‌‌‌‌‘সেলস চাকরি মেলা’ এর আয়োজন করেছে বিডিজবস ডটকম। আজ সোমবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন (কেআইবি) এর কনভেনশন হলে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিকেল ৫টার পর কোনো সিভি গ্রহণ করা হবে না। এ তথ্য জানিয়েছেন বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান রিটেইল সেক্টর, ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ফিল্ড সেলসম্যান, শো-রুম সেলসম্যানের চাহিদার বিষয়টি মাথায় রেখে এ মেলার আয়োজন করেছে বিডিজবস। দেশের শীর্ষস্থানীয় ৫০টির অধিক কোম্পানি ৩ হাজার সেলসম্যান নিয়োগের লক্ষ্যে এ মেলায় অংশগ্রহণ করেছে। কোম্পানিগুলো আগ্রহী প্রার্থীর বায়োডাটা সংগ্রহের পাশাপাশি তাদের সরাসরি ইন্টারভিউ করবে। মেলায় অংশগ্রহণ করতে চাকরিপ্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে www.bdjobs.com/jobfair ঠিকানায়। 

প্রকাশ রায় চৌধুরী আরো বলেন, বর্তমানে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কয়েক লাখ লোক সেলসম্যান হিসাবে কাজ করছে। দেশে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং রিটেইল সেক্টর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ফিল্ড সেলস ফোর্সের চাহিদা। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশে বেকার থাকা স্বত্বতেও এই খাতে কাজ করতে আগ্রহীদের সংখ্যা কম। এই খাতে কাজ করতে আগ্রহীদের সঙ্গে কোম্পানিগুলোর সংযোগ তৈরি করতে বিডিজবস এই মেলার আয়োজন করেছে।

সেলস চাকরি মেলায় স্কয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ, আরএফএল গ্রুপ, আকিজ গ্রুপ, টিকে গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, সুপার স্টার গ্রুপ, প্যারাগন গ্রুপ, ডেলিভারি টাইগার সহ ৫০টি স্বনামধন্য কোম্পানি অংশগ্রহণ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ প্রোগ্রাম (এটুআই) এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই চাকরি মেলায় সার্বিক সহযোগিতা করছে। 


সর্বশেষ সংবাদ