ভূমি মন্ত্রণালয়ে চাকরি, অনলাইনে আবেদন শুরু ১২ এপ্রিল

অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে লোকবল নেওয়ার জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।  আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পে অনলাইনে আবেদন শুরু হবে ১২ এপ্রিল থেকে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩০ এপ্রিল পর্যন্ত।

সিস্টেম অ্যানালিস্ট (পদের সংখ্যা ১টি), প্রোগ্রামার (২টি পদ), সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (২টি পদ), প্রশাসনিক কর্মকর্তা (১টি পদ), কম্পিউটার অপারেটর (৫টি পদ) এবং হিসাবরক্ষক (১টি পদ) পদগুলোতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম- সিস্টেম অ্যানালিস্ট

পদের সংখ্যা- ১

 মেয়াদ- ৬০ মাস

 বেতন-৫৫৬০০ টাকা

 পদের নাম- প্রোগ্রামার

 পদের সংখ্যা- ২

 মেয়াদ-৬০ মাস

 বেতন-৪৬৩৭৫ টাকা

 পদের নাম- সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

 পদের সংখ্যা-২টি

 মেয়াদ-৬০ মাস

 বেতন- ২৯২০০ টাকা

 পদের নাম- প্রশাসনিক কর্মকর্তা

 পদের সংখ্যা-১টি

 মেয়াদ-৬০ মাস

 বেতন- ২১৭০০ টাকা

 

 পদের নাম- কম্পিউটার অপারেটর

 পদের সংখ্যা-৫টি

 মেয়াদ- ৩৬ মাস

 বেতন-১৯৩০০ টাকা

 পদের নাম- হিসাবরক্ষক

 পদের সংখ্যা-১টি

 মেয়াদ- ৬০ মাস

 বেতন- ১৯৩০০ টাকা

যেভাবে আবেদন করবেন

আগ্রহীরা ভূমি মন্ত্রণালয়ের https://mol.teletalk.com.bd  ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। এসব পদে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে কম্পিউটার অপারেটর ও হিসাবরক্ষক পদের জন্য ১১২ টাকা এবং অন্যান্য পদের জন্য ৩৩৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।


সর্বশেষ সংবাদ