ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজে শিক্ষক-প্রদর্শক পদে চাকরি, আবেদন অনলাইনে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ১০:৪৮ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংলগ্ন ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ শিক্ষক-প্রদর্শক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট;
১. পদের নাম: সহকারী শিক্ষক;
বিভাগ: বাংলা;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট;
*বাড়ি ভাড়া;
*উৎসব ভাতা;
*নগর ভাতা;
*বিশেষ ভাতা;
*সিপিএফ;
*গ্রাচ্যুইটি;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষযে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে;
আরও পড়ুন: ব্র্যাক নেবে ফিল্ড অফিসার, সাপ্তাহিক দুই দিন ছুটিসহ দেবে নানা সুবিধা
২. পদের নাম: প্রদর্শক (খন্ডকালীন);
বিভাগ: গণিত;
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৮,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: ৩০-৪০ হাজার বেতনে চাকরি ভিভো বাংলাদেশে, বয়স ২২ হলেই আবেদন
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১ নম্বর পদের জন্য ৫০০ এবং ২ নম্বর পদের জন্য ৪০০ টাকা প্রদান করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ এপ্রিল ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;
লিখিত পরীক্ষা: আগামী ২৮ এপ্রিল ২০২৫, সকাল ৯টায়;
আবেদনপদ্ধতি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।