সাউথইস্ট ব্যাংক চাকরি, বিভিন্ন পদে দেবে নিয়োগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ১০:০৩ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ৪ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : সাউথইস্ট ব্যাংক পিএলসি;
ইউনিটের নাম: টেলিক্যাশ এমএফএস ইউনিট;
পদের নাম ও পদসংখ্যা—
*সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (১);
*ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (১);
*নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর (১);
*ডেভঅপস ইঞ্জিনিয়ার (১);
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন;
আরও পড়ুন: ৪০ হাজার বেতনে চাকরি সাউথইস্ট ব্যাংকে, নেবে ট্রেইনি জুনিয়র অফিসার
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার বিজ্ঞানে স্নাতক (বিএসসি) ডিগ্রি থাকতে হবে;
*তথ্যপ্রযুক্তিতে স্নাতক (বিএসসি) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বসুন্ধরা গ্রুপে চাকরি, সাপ্তাহিক ২ দিন ছুটি-যাতায়াতসহ পাবেন নানা সুবিধা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন—
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদন করতে এখানে ক্লিক করুন;
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদন করতে এখানে ক্লিক করুন;
নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদন করতে এখানে ক্লিক করুন;
ডেভঅপস ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে এখানে ক্লিক করুন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ মার্চ ২০২৫;
সূত্র: বিডিজবস ডটকম