বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা বিজ, নেবে ৯০০  

বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ৯০০ কর্মী নিয়োগ দেবে
বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ৯০০ কর্মী নিয়োগ দেবে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। সংস্থাটি ২ ক্যাটাগরির পদে ৯০০ কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। নিয়মিত বেতনের ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ);

১. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-১);

পদসংখ্যা: ৫০০টি;

বেতন: শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা (তিন মাস)। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে বেতন ৩৬ থেকে ৪২ হাজার টাকা;

আবেদনের যোগ্যতা

*ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

বয়স: ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (৩০ জুন ২০২৪ তারিখে);

আরও পড়ুন: বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

২. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-২);

পদসংখ্যা: ৪০০টি

বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা (তিন মাস)। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে ৩৪ থেকে ৪০ হাজার টাকা;

আবেদনের যোগ্যতা

*ন্যূনতম এইচএসসি পাস হতে হবে;

*ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

বয়স: ২০ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (৩০ জুন ২০২৪ তারিখে);

অন্যান্য সুযোগ-সুবিধা

*উভয় পদে যোগদানের পর প্রথম মাসে প্রশিক্ষণে ভাতা হিসেবে ৮,৯৫০ থেকে ৯,৪৫০ টাকা দেওয়া হবে

*এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে;

*৩ মাস শিক্ষানবিশকাল শেষে বিজ-এ স্থায়ী করা হবে;

*স্থানভেদে বেতন-ভাতা দেওয়া হবে;

*উৎসব ভাতা দেওয়া হবে বছরে ২টি;

*বৈশাখী ভাতা দেওয়া হবে;

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*পারফরম্যান্স ইনসেনটিভ;

*দূরত্ব ভাতা;

*মোটরসাইকেল ভাতা;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*মোবাইল বিল;

*বিজ স্টাফ সুরক্ষা ভাতা;

*বিজ লোন ফান্ড সুবিধা;

*স্টাফ কল্যাণ ভাতা;

*গ্রুপ বিমা সুবিধা;

*বিনা খরচে একক আবাসনব্যবস্থা;

*সকালের নাশতার ব্যবস্থা;

*কর্ম মূল্যায়ন সাপেক্ষে বার্ষিক বেতন বৃদ্ধি মূল বেতনের ৫ শতাংশ হারে;

আরও পড়ুন: ডিএমপিতে চাকরি, আবেদনের সুযোগ এইচএসি উত্তীর্ণদেরও

শর্তাবলি

*মাঠ কর্মকর্তা গ্রেড-১ পদে যোগদানকালে জামানত হিসেবে ২৫ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড-২ পদে যোগদানকালে জামানত হিসেবে ২৪ হাজার টাকা জমা দিতে হবে;

*চাকরিতে যোগদানের ৬ মাস পর চাকরি থেকে অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ বিনা লাভে চাকরি শেষে ফেরতযোগ্য;

দরকারি কাগজপত্র

*রঙিন ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি;

*কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে তার সনদ;

*জাতীয় পরিচয়পত্র;

*জন্মনিবন্ধন সনদ;

*অভিজ্ঞতা সনদ (প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে);

*নমিনির নাম, বয়স, সম্পর্ক, এনআইডি/জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনে নিজ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী  ঠিকানা এবং পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন নম্বর, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে।

আবেদনের পূর্বে করণীয়

আবেদনকারীকে খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে কাজ করতে চান, তা উল্লেখ করতে হবে;

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: সিনিয়র ম্যানেজার (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-৮/বি, রোড নম্বর-২৯, গুলশান-১, ঢাকা-১২১২।

পরীক্ষা কবে

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রত্যেকের যোগাযোগের ঠিকানায় পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—


সর্বশেষ সংবাদ