অভিজ্ঞতা ছাড়াই ১৫০০ জন নেবে দারাজ, কর্মস্থল নিজ জেলা

অভিজ্ঞতা ছাড়াই  ১৫০০ জন নেবে দারাজ
অভিজ্ঞতা ছাড়াই ১৫০০ জন নেবে দারাজ  © সংগৃহীত

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দারাজ বাংলাদেশ লিমিটেডে। প্রতিষ্ঠানটি ‘ডেলিভারিম্যান’ পদে ১ হাজার ৫০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীদের ৫ অক্টোবরের মধ্য আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড

পদসংখ্যা: ১৫০০ জন

শিক্ষাগত যোগ্যতা: প্রযোজ্য নয়

অভিজ্ঞতা: প্রযোজ্য নয় 

আবেদনের বয়স: সর্বনিম্ন ১৮ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চাকরির দায়িত্ব

* সাইকেল/মোটরসাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা।

* হোম ডেলিভারি পরিসেবার জন্য প্রস্তুত থাকা। কাস্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময়মতো পাঠানো।

* বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা।

* নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।

* ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা।

বেতন: প্রতি মাসে ১৩,৫০০-৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। এ ছাড়া পার্সেল প্রতি কমিশন ২০ টাকা থেকে ৩০ টাকা, হাজিরা বোনাস ৩ হাজার ৫০০ টাকা, উৎসব ভাতা, ফুয়েল বিল (মোটরসাইকেলের জন্য প্রযোজ্য), দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা এবং জীবন বিমা সুবিধা দেয়া হবে।

আরও পড়ুন: বিজিবিতে সিপাহি পদে চাকরি, এইচএসসিতে ২.৫ পেলেই করা যাবে আবেদন

কর্মস্থল: প্রার্থীর নিজ জেলায়।

আবেদনের নিয়ম: আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ