১৫৯ এটিইও নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আবেদনের সময় বাড়ল

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নেবে। এ নিয়োগ প্রক্রিয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পাদন করা হবে। আবেদন শুরু হয়েছে গত ১ জুলাই থেকে। পিএসসি সূত্রে জানা গেছে, এ পদে আবেদনের শেষ সময় ছিল ২৫ জুলাই। এখন সেটি বাড়িয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকসহ যোকোনো শিক্ষক এটিও পদে আবেদন করতে পারবেন। 

মন্ত্রণালয়-বিভাগ- অধিদপ্তর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পদের নাম: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার।

পদের সংখ্যা: ১৫৯ (একশত ঊনষাট) টি (বিভাগীয় কোটায় পূরণযোগ্য) স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি।

বয়সসীমা: ৪৫ বছর। করোনাভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার, সেই শর্ত অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর ছিল, তাঁরাও আবেদন করতে পারবেন।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০টাকা (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী অন্যান্য ভাতা/ সুবিধাদি)।

আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

গত বছরের ২৬ জুন ১৫৯ এটিইও নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেটিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: মেট্রোরেলে চাকরি, আবেদন করতে পারবেন প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও

নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানে

অফিসিয়াল ওয়েবসাইট

আবেদনের ঠিকানা

 

সর্বশেষ সংবাদ