ভাসানী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ট্রেনিংয়ের সুযোগ, এইচএসসি পাসেও আবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টি ও আইটি ইন্ডাস্ট্রি হতে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহায়তায় প্রতিষ্ঠানটির সিএসই বিভাগের তত্ত্বাবধানে 'স্টুডেন্ট ট্রেইনিং প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ডেভেলপমেন্ট' পরিচালনা করা হবে। ট্রেইনিং প্রোগ্রামটি ফাউন্ডেশনাল, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড এই তিনটি পৃথক লেভেলে সম্পন্ন করা হবে। আবেদন করা যাবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিভাগ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
ট্রেনিংয়ের নাম: 'স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ডেভেলপমেন্ট'
ফাউন্ডেশনাল লেভেল:
কোর্সের ব্যাপ্তি: ৬০ ঘণ্টা (৩ ঘণ্টার ২০ টি ক্লাস)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
ইন্টারমিডিয়েট লেভেল:
কোর্সের ব্যাপ্তি: ৮১ ঘণ্টা (৩ ঘণ্টার ২৭ টি ক্লাস)
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত অথবা পাসকৃত
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
আরও পড়ুন: ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩৪ হাজার
অ্যাডভান্সড লেভেল:
কোর্সের ব্যাপ্তি: ১০৮ ঘণ্টা (৩ ঘণ্টার ৩৬ টি ক্লাস)
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান অথবা প্রযুক্তি বিষয়ে অধ্যয়নরত অথবা পাসকৃত এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞানসম্পন্ন
বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
ফরম প্রাপ্তি ও জমার স্থান: সিএসই বিভাগ, মাভাবিপ্রবি (অফিস চলাকালীন সময়ে)
অনলাইন আবেদন লিংক: https://cse.mbstu.ac.bd/training
আবেদনের সময়: ৩১ জানুয়ারি ২০২৪ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৪
ভর্তির সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২
ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আবেদন সম্পর্কে আরও তথ্য: আগ্রহী ছাত্র/ছাত্রীগণ যে কোনো একটি লেভেলের যে কোনো একটি মাত্র কোর্সে নিবন্ধন করতে পারবেন। প্রতিটি ব্যাচে ২৫ জন করে ভর্তি করানো হবে। ট্রেইনিং প্রোগ্রামটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস ও কিটস প্রকল্পের অর্থায়নে সরবরাহ করা হবে। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য (+৮৮০১৭১৬৮৬২৮১৪, +৮৮০১৭৩৪০৯৫৪৯৫) এই নাম্বারসমূহে যোগাযোগ করা যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে