এইচএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি, নেবে ৪০০ জন

এইচএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি
এইচএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি  © সংগৃহীত

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর। 

পদের নাম: ক্রেডিট অফিসার

পদসংখ্যা: ৪০০

যোগ্যতা: এইচএসসি পাস। ঋণ কার্যক্রমের মাঠপর্যায়ে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। মোটরসাইকেল ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র (মুঠোফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিংয়ের লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে) ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন: বেসরকারি সংস্থায় নেবে ৮৬৫ জন, এইচএসসি পাসেই আবেদন

ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ঢাকা জেলার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯।

ই-মেইল: hr@ric-bd.org।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 


সর্বশেষ সংবাদ