অবরোধে স্থগিত মাদকের সিপাই পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
আগামী ৫ ও ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের ফলে স্থগিত করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড১৭) পদের শারীরিক পরিমাপ পরীক্ষা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (জনসংযোগ,চিকিৎসাও পুনর্বাসন) মু.খালেদুল করিম।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই (গ্রেড-১৭) পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে আগামী ৫ ও ৬ নভেম্বর সকাল ৮ টা থেকে দিনব্যাপী তেজগাঁওয়ের বিজি প্রেস মাঠে অনুষ্ঠাতব্য প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি পরবর্তীতে অবহিত করা হবে বলেও জানান তিনি।