৬ষ্ঠ-১০ম গ্রেডে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় নেবে ৫৪৪ জন

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় নেবে ৫৪৪ জন
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় নেবে ৫৪৪ জন  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫২টি পদে ৫৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ জুলাই। 

১. পদের নাম: কনসালট্যান্ট। 
পদ সংখ্যা: ৯৬টি। 
বেতন: (৩৫৫০০-৬৭০১০ টাকা)  গ্রেড-৬

২. পদের নাম: মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনী, অর্থোপেডিক্স)। 
পদ সংখ্যা: ৬০টি। 
বেতন: (২২০০০-৫৩০৬০ টাকা) গ্রেড-৯

৩. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স। 
পদ সংখ্যা: ২২৫টি। 
বেতন: (১৬০০০-৩৮৬৪০ টাকা) গ্রেড-১০

এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ১ জন, অতিরিক্ত পরিচালক (অর্থ) পদে ১ জন, পরিচালক (আইটি) পদে ১ জন, পারফিউশনিস্ট পদে ১ জন, চীপ শেফ পদে ১ জন, ইকোল্যাব টেকনিশিয়ান পদে ১ জন,  ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান পদে ১ জন, ইটিটি টেকনিশিয়ান পদে ১ জন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন, উপ-সহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল) পদে ১ জন, সহকারী শেফ পদে ৪ জন, কম্পিউটার অপারেটর পদে ১ জন, রেসপিরেটরি থেরাপিস্ট পদে ২ জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন, হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান পদে ২ জন, ল্যাব টেকনিশিয়ান পদে ২ জন, অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন, সহকারী কম্পিউটার অপারেটর পদে ১ জন, সহাকারী স্টুয়ার্ড পদে ৯ জন।

আরও পড়ুন: ১০ম গ্রেডে ৬৫৬ জনকে নিয়োগ দেবে এলজিইডি

টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং পদে ৭ জন, ইসিজি টেকনিশিয়ান পদে ৩ জন, পেস মেকার টেকনিশিয়ান পদে ১ জন, এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী পদে ২ জন, প্যাশেন্ট সার্ভিস ম্যানেজার পদে ১ জন, লিফজ অপারেটর পদে ০৬ জন, ওটি টেকনিশিয়ান পদে ১২ জন, ক্যাথল্যাব সহরকারী পদে ২ জন, ইমেজিং সহকারী পদে ৪ জন, ড্রাইভার পদে ৬ জন, ইকো ল্যাব এটেনডেন্ট পদে ২ জন, ল্যাব এটেনডেন্ট পদে ৪ জন, এমএলএসএস পদে ১৫ জন, পেশেন্ট কেয়ার এটেনডেন্ট (ওয়ার্ড বয়) পদে ২০ জন;

ইআরসিপি সহকারী (ওটি বয়) পদে ১ জন, আলট্রাসনোগাইডেট প্রসিডিউর সহকারী (ওটি বয়) পদে ১ জন, ভাসকুলার ল্যাব সহকারী (ওটি বয়) পদে ১ জন, ওটি বয় পদে ৫ জন, সহকারী নিউটিশনিস্ট পদে ৩ জন, চিলার অপারেটর পদে ৪ জন, বয়লার অপারেটর পদে ৩ জন, প্লাম্বার পদে ১ জন, কাঠ মিস্ত্রি পদে ১ জন, সাবস্টেশন এ্যাটেনডেন্ট পদে ১ জন, দর্জি পদে ২ জন, টেকনিশিয়ান (আইটি) পদে ৩ জন, টেকনিশিয়ান (মেডিকেল গ্যাস) পদে ৩ জন, অপারেটর (সিএসএসডি) পদে ৪ জন, মালী পদে ২ জন ও ধোপা পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: https://bsmmu.edu.bd এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1


সর্বশেষ সংবাদ