এসএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, নেবে ২৮ জন

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম
জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব প্রশাসন ও অধীন অফিসসমূহে অফিস সহায়ক পদে ২৮ জন নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে বলা হয়েছে। আবেদন চলবে ২৫ মে পর্যন্ত।

বেতনস্কেল: ৮২৫০-২০০১০/- টাকা (গ্রেড-২০তম)

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শর্তাবলি--

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। জেলা প্রশাসক, কুড়িগ্রামকে সম্বোধন করে আবেদন করতে হবে।

৩। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

৪I নির্ধারিত আবেদন ফরমটি কম্পিউটার কম্পোজ বা স্বহস্তে পূরণ করে ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ প্রার্থীকে স্বাক্ষর করতে হবে।

৫। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের এই ওয়েবসাইট হতে আবেদন ফরম সংগ্রহ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রয়োজনীয় নথি: (ক) সংশ্লিষ্ট পৌর মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। (খ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদের ভায়ালিপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (জম গ্রেডের নিচে নয়)।

(গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (জম গ্রেডের নিচে নয়)। (ঘ) প্রার্থীকে আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) জেলা প্রশাসক, কুড়িগ্রাম এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ১/৪৬০১/০০০১/২০৩১ নম্বর কোডে ১০০/- (একশত) টাকার ট্রেজারি চালানের মূলকপি জমা দিতে হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে...

WhatsApp Image 2023-04-26 at 12-55-15 PM


সর্বশেষ সংবাদ