উপাচার্য নিয়োগ দেবে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজ স্থানীয় ও আন্তর্জাতিকভাবে অসামান্য পণ্ডিত এবং প্রশাসকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেবে। সম্ভাব্য প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট ২০১০-এ বর্ণিত মানদণ্ড পূরণ করতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

• প্রথম শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি। ইনডেক্সড জার্নালে প্রকাশিত গবেষণা কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কমপক্ষে ১০ বছর শিক্ষকতা। শিক্ষাদান, গবেষণা, শিক্ষা প্রশাসন এবং ব্যবস্থাপনায় মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ ৬০ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, 77 সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা 1205 বা ই-মেইল: hr@sub.edu.bd-এ সাম্প্রতিক ছবি সহ তাদের জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

• যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে চাকরিরত প্রার্থীদের যথাযথ চ্যানেলের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৩


সর্বশেষ সংবাদ