অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

মঙ্গলবার বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
মঙ্গলবার বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

এবার অমর একুশে বইমেলায় গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এবারও বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় ২৭ দিনে বাংলা একাডেমি এক কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলায় বিক্রি হয়েছে প্রায় ৪৭ কোটি টাকার বই। তবে, অনেক প্যাভিলিয়ন বিক্রির তথ্য না দেওয়ায় এবং অনেক প্যাভিলিয়নের তথ্য গ্রহণযোগ্য মনে হওয়ায় এটিকে প্রকৃত চিত্র বলা যাবে না মনে করেন তিনি।

তিনি জানান, বইমেলায় তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী এবছর বইমেলায় তিন হাজার সাত শত ৫০ টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও অনেক নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য তথ্যকেন্দ্রে দেওয়া হয়নি। আর গতবছর বইমেলায় নতুন বই প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল তিন হাজার চার শত ১৬ টি হয়েছিলো।

আর্চওয়ে- এর হিসেব অনুযায়ী এবছর বইমেলায় গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন দর্শনার্থী এসেছেন বলে জানান মুজাহিদুল ইসলাম।


সর্বশেষ সংবাদ