বাকৃবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা সন্ধ্যা

বাকৃবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা সন্ধ্যা
বাকৃবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা সন্ধ্যা  © টিডিসি সম্পাদিত

প্রথমবারের মতো বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উদ্যোক্তা সন্ধ্যা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ উদ্যোক্তা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বিএসভিইআরের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসভিইআরের ২০২৪-২৪ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা, বিএসভিইআরের ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঞা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুনসহ আয়োজক কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচকদের মধ্যে ছিলেন নোভিভো হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সভাপতি সায়েম উল হক, ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম খসরুজ্জামান, ডিএসএম ফারমেনিক বাংলাদেশের কান্ট্রি হেড ডা. বিশ্বজিৎ রায়, সেফ বায়ো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আহকাবের যুগ্ম সচিব ডা. মোহাম্মদ সরোয়ার জাহান, ময়মনসিংহ পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির।

অনুষ্ঠানে আলোচকরা নতুন নেটওয়ার্ক তৈরি ও ক্যারিয়ার গঠনের সুযোগ, ভেটেরিনারি উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের বিষয়ে ড. সুকুমার সাহা বলেন, ‌‌‌‘বিএসভিইআরের ইতিহাসে এবারই প্রথম এমন আয়োজন করা হয়েছে। ভেটেরিনারি অনুষদের অনার্স, মাস্টার্স ও ইন্টার্ন করা শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। ভেটেরিনারি পেশার সাথে সম্পর্কিত দেশের প্রাইভেট সেক্টরে অবদান রাখা কিছু উদ্যোক্তা ও কার্যক্রম পরিচালনাকারীদের নিয়ে এই সেশনটির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা যাতে এই পেশার প্রাইভেট সেক্টর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। শুধু সরকারি চাকরি লাভের ধারণা থেকে তাদের বাইরে আনতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

এছাড়া সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারও সরকারি চাকরির উপর শিক্ষার্থীদের নির্ভরতা কমাতে চাচ্ছে, শিক্ষার্থীদের গড়ে তুলতে চাচ্ছে আত্মনির্ভরশীল হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকার চায় শিক্ষার্থীরা যেনো কোনো কিছুর উপর নির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে চলতে পারে। আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তাছাড়া আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। এ উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।’

এ বিষয়ে ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘ভেটেরিনারি সেক্টরে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমরা দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে পারি। তরুণ ভেটেরিনারিয়ানদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ এই সেক্টরে নতুন দিগন্ত উন্মোচন করবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ এছাড়া, তিনি ভেটেরিনারি সেক্টরে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence