শেকৃবি শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০

দুপক্ষের মুখোমুখি অবস্থানের পর উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ
দুপক্ষের মুখোমুখি অবস্থানের পর উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ   © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টার দ্বিতীয় ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ফার্মগেট-মিরপুর সড়ক অবরোধ করেন। অবস্থান নিয়ে বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

আন্দলোনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের আন্দোলন সরকারের বিপক্ষে নয়। সেখানে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের একদফা এক দাবি, বৈষম্যমূলক কোটা সংস্কার করে পাঁচ শতাংশ করতে হবে।

এদিকে, এদিন সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন তারা। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়লেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাধা উপেক্ষা করে তারা শাহবাগ মোড় নিয়ন্ত্রণে নেন।

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধে সমর্থন জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। এরআগে শাহবাগে আসতে পথে পথে এসব শিক্ষার্থীরা ব্যাপক বাধার মুখে পড়েন।


সর্বশেষ সংবাদ