বাকৃবিতে মিউজিক্যাল রেজিমেন্টের নেতৃত্বে আজহারুল-মেহেদী
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১১:৩৩ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্টের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী মেহেদী আবসার তুর্য নির্বাচিত হয়েছেন।
নব গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, ড. তানভীর রহমান, হাসনীন জাহান, ড. আফরিনা মুস্তারি, ড. পলি কর্মকার, ড. মো. আরিফ শাকিল, ফারহানা তাহি তিজা ও মুনসান ফারজানা মমি। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন— সাইদ হাসান, প্রান্ত সাহা প্রহর, রেদোয়ান ইসলাম, মুনতাসীর রাশিব আবির বিশ্বাস, সুমাইয়া শাহরিন দিবা, শুভম মজুমদার প্রিতম ও মৃন্ময় রাতুল।
এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে ইশতিয়াক মাহমুদ সিফাত, দপ্তর সম্পাদক হিসেবে ইকরামুল হক ইমন এবং প্রচার সম্পাদক হিসেবে অয়ন দে নির্বাচিত হয়েছেন।
বাকৃবিতে মিউজিক্যাল রেজিমেন্টের এই কমিটিতে ৮ জন সাংগঠনিক সম্পাদক ও ১৬ জন উপদেষ্টাও নির্বাচিত হয়েছেন।