হাবিপ্রবিতে নিজস্ব পদ্ধতিতে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০১:০০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৮ PM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমাতে থাকেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ বছর ‘এ’ ইউনিটে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। পরীক্ষাটি তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে এগারোটা পর্যন্ত চলে। প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলমান। বিকেল ৩ টায় তৃতীয় শিফটের পরীক্ষা শুরু হবে।
রাজশাহী থেকে আসা পরীক্ষার্থী তানজিলা ইসলাম বলেন, ‘প্রশ্ন মোটামুটি সহজ ছিল। সময় অনুযায়ী সব উত্তর দেওয়া গেছে। আমি আশাবাদী, ভালো কিছু হবে।’
দিনাজপুরের পার্বতীপুর থেকে আসা আরেক পরীক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার পরিবেশ অনেক ভালো ছিল। প্রশ্নের ধরণ বোঝার মতো ছিল। তবে গরম একটু কষ্ট দিয়েছে।’
পরীক্ষার সময় বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের চোখে ছিল উদ্বেগ ও প্রত্যাশার মিশ্র প্রতিচ্ছবি। পরীক্ষা চলাকালীন সময়ে নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনায় তারা কিছুটা স্বস্তিতে সময় কাটিয়েছেন।
জয়পুরহাট থেকে আসা রহিমা খাতুন নামে এক অভিভাবক বলেন, ‘মেয়েকে নিয়ে এসেছি। টেনশন তো একটু হচ্ছেই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুব ভালো ছিল।’
রংপুর থেকে আসা অভিভাবক সাইফুল ইসলাম বলেন, ‘সকাল থেকে রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তবে সবকিছু অনেক নিয়ম-শৃঙ্খলার মধ্যে হয়েছে। এটা প্রশংসনীয়।’