বেসরকারি মেডিকেলে ভর্তি: অপেক্ষমাণ ৮২৭ শিক্ষার্থীর নিশ্চায়ন কালকের মধ্যে

মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে
মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে  © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য কলেজভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনেকে নির্ধারিত সময়ে নিশ্চায়ন করেননি। এতে আসন শূন্য হওয়ায় অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিকভাবে ৮২৭ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করে কলেজভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের আগামীকাল মঙ্গলবারের মধ্যে দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৭ মার্চ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজ ভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছিল। বর্ণিত তালিকার শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ ছিল ১৯ মার্চ। 

নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করায় আসন শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিকভাবে ৮২৭ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক কলেজ ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ ২৫ মার্চ। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ে যদি নিশ্চায়ন না করেন অর্থাৎ তার বরাদ্দকৃত আসনটি নিশ্চিত না করেন, তাহলে বরাদ্দকৃত আসনটি শূন্য বলে ধরে নেয়া হবে।

আরো পড়ুন: চলতি সপ্তাহে হতে পারে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

ভর্তি নিশ্চায়ন না করায় তাকে পরবর্তীতে বেসরকারি অন্য কোনো মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। প্রথমবার নিশ্চায়নকারী শিক্ষার্থীদের দ্বিতীয় নিশ্চায়নের প্রয়োজন নেই। নিশ্চায়নের পদ্ধতি ও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ