জবির ভর্তি পরীক্ষা: চার ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারটি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার থেকে এ, বি, সি ও ডি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। প্রথমদিনে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে চার বছর পর নিজস্ব ভর্তি পরীক্ষা ব্যবস্থায় ফিরল জবি। ই-ইউনিটে ১ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী কম থাকায় এক শিফটে নেওয়া হয়।

আরো পড়ুন: জাবির ভর্তি পরীক্ষার নির্দেশিকা প্রকাশ, সময় নিয়ে আসার পরামর্শ

আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। তবে চার বছর পর এবার জবি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে।


সর্বশেষ সংবাদ