মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ০১:১৪ PM

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। এসময় তারা ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশিত ফলাফল বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। এসময় তাদের ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘প্রকাশিত ফলাফল, মানি না মানবো না;’ ‘মেডিকেলের ফলাফল, পুনঃপ্রকাশ করতে হবে’; ‘অযোগ্যের ঠিকানা, মেডিকেলে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, ‘প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেলসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবো। সুতরাং এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে।’
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী বলেন, ‘আমার একজন ছেলে বা মেয়ে ৭৩ পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেনো এই বৈষম্য থাকবে। আমরা এই ফল মানি না।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিব হোসেন বলেন, ‘আগে মেডিকেল পরীক্ষায় কোটা থাকলেও সেখানে কাট মার্কের চেয়ে ১/২ মার্ক কম পেয়ে চান্স পেত কোটাধারীরা। কিন্তু এ বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০/৩৫ কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে অনেকে যা আমরা মেনে নিতে পারি না,মানবো না। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সকল ধরনের কোটার বিলুপ্তি চাই।’
প্রসঙ্গত, রবিবার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারও শিক্ষার্থী। অন্যদিকে কোটায় ৪১-৪৬ নম্বর পেয়েও প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।