মেডিকেল পরীক্ষার্থীদের পাশে মেডিকো-সন্ধানী ঢামেক ইউনিট

হেল্প ডেস্ক ও জরুরি হেলথ ক্যাম্প
হেল্প ডেস্ক ও জরুরি হেলথ ক্যাম্প  © সংগৃহীত

দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তি পরীক্ষার দুটি ভেন্যুতে প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ইউনিট। এতে সার্বিক সহযোগিতায় ছিল মেডিকো।

জানা যায়, ভর্তি পরীক্ষা শুরুর আগে ও পরে ঢাকা মেডিকেল কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ভেন্যুতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় হেল্প ডেস্ক ও জরুরি হেলথ ক্যাম্পের আয়োজন করে মেডিকো ও সন্ধানী ঢামেক ইউনিট। এই হেল্প ডেস্কে বিনামূল্যে সরবরাহ করা হয় মিনারেল ওয়াটার, ট্রান্সপারেন্ট কলম এবং ওরস্যালাইন। 

আয়োজকরা জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে স্বেচ্ছাসেবকরা নিশ্চিত করেন যেন প্রতিটি পরীক্ষার্থী প্রয়োজনীয় সেবা পায়। শুধু পরীক্ষার্থীরাই নয়, তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এমনকি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই উদ্যোগের সুবিধা গ্রহণ করেন। এই উদ্যোগ পরীক্ষার্থীদের শুধু স্বাচ্ছন্দ্যই দেয়নি, বরং তাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতেও বিশাল ভূমিকা রেখেছে বলে মনে করছে আয়োজকরা।

এই উদ্যোগের পেছনে ছিলেন মেডিকোর স্বপ্নদ্রষ্টা ডা. জোবায়দুর রহমান জনি আর তত্ত্বাবধানে ছিলেন সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের প্রেসিডেন্ট ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন। তাছাড়া ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন ঢামেক ছাত্র মো. আসিফ হোসেন চৌধুরী অয়ন, রাকিব রায়হান, আইমান তালুকদার, সুরাইয়া সুলতানা, ইভা, মিনহাজ ফাহিম। 

এই উদ্যোগের বিষয়ে ডা. জোবায়দুর রহমান জনি বলেন, এমন মানবিক উদ্যোগ শুধু পরীক্ষার্থীদের সেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি একটি বৃহত্তর বার্তা বহন করেছে। হাজারো পরীক্ষার্থী এবং তাদের পরিবারকে মনে করিয়ে দিয়েছে, তারা একা নয়। তাদের এই চ্যালেঞ্জিং যাত্রায় পাশে রয়েছে মানবসেবার জন্য নিবেদিত সংগঠন সন্ধানী এবং মেডিকো। অভিভাবকদের চোখে সন্তুষ্টির ঝিলিক, পরীক্ষার্থীদের মুখে স্বস্তির হাসি আর সার্বিক প্রশংসার বাণী এই উদ্যোগের সার্থকতার সাক্ষ্য বহন করেছে।

এ বিষয়ে ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের এই উদ্যোগ আমাদের শিখিয়েছে কীভাবে সেবার মাধ্যমে মানবিক মূল্যবোধের প্রসার ঘটানো যায়। এটি শুধুমাত্র একটি হেল্প ডেস্ক নয়; এটি ছিল সহানুভূতির একটি জ্বলন্ত উদাহরণ, যা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস দিয়েছে এবং মানবতার প্রতি আস্থা বাড়িয়েছে। এমন সময়োপযোগী ও উদ্যমী কর্মকাণ্ড ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। যারা এর আয়োজনে শামিল হয়েছেন, তারা শুধু একটি কাজই করেননি; তারা একটি আন্দোলন শুরু করেছেন—একটি মানবিকতার আন্দোলন।

প্রসঙ্গত, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী। আগামী রবিবার (১৯ জানুয়ারি) অথবা সোমবার (২০ জানুয়ারি) এ পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর আগে আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষা দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হয়। 


সর্বশেষ সংবাদ