ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কীভাবে, যা জানা যাচ্ছে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল কীভাবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। তবে এবার চারটি ইউনিটের ফল একসঙ্গে প্রকাশের সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। আর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার ফলাফল আগের মতোই আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউনিটভিত্তিক নাকি একসঙ্গে ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে একসঙ্গে ফল প্রকাশ করা হলে শিক্ষার্থীদের সুবিধা হয়। তাদের বরাদ্দ আসন সহজে বুঝতে পারেন। এখনও অনেক সময় আছে। একমাসের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১৫ জানুয়ারি আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে অন্য ইউনিটগুলোর ফল আগের বছরে একসঙ্গে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এবারও সেভাবেই দেওয়া হতে পারে বলে জানা গেছে। গত ৩ জানুয়ারি আইবিএর ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আরো পড়ুন: গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে আরও তিন বিশ্ববিদ্যালয়

আগামী ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার বিভাগীয় কেন্দ্রগুলোয় ভর্তি পরীক্ষা হচ্ছে। সেগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ