কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ AM
২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এর আলোকে শিক্ষার্থীদের পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ এবং ভর্তি ফিসহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় করতে হবে।
কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয়ের পছন্দক্রম অনুসারে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন: জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমছে, পাসের নম্বর বাড়ছে
যে সব শিক্ষার্থীর ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি পরিবর্তন হয়েছে, তাদের সম্পূর্ণ নিজ দায়িত্বে পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ এবং ভর্তি ফি সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় সাধন করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা দেখুন এখানে।