গুচ্ছে থাকতে চায় না বাকৃবি, শেকৃবির ভর্তি কীভাবে?

ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাকৃবি ও শেকৃবি
ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাকৃবি ও শেকৃবি  © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ব্যবস্থায় থাকতে চায় না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয়টি। ফলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ও (শেকৃবি) এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। বাকৃবির পরে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে শেকৃবি কর্তৃপক্ষ।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শেকৃবি আগামী ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। বাকৃবি সিদ্ধান্ত নিলে তখন তারা এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।

জানা গেছে, বাকৃবির উদ্যোগে ২০১৯ সালে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়। তবে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসার পক্ষে মতামত দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাকৃবির স্বকীয়তা রক্ষায় আলাদা ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তারা। ডিন কাউন্সিলও গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী।

আরো পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসতে চান বাকৃবি শিক্ষক-শিক্ষার্থীরা

অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী বলেছেন, ডিন কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে যে, বাকৃবি কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। আমরাও আগে থেকেই আলাদাভাবে ভর্তি পরীক্ষা পরিচালনা করতাম, যা আমাদের জন্য সুবিধাজনক ছিল। গুচ্ছ ভর্তি পদ্ধতিতে জটিলতা তৈরি হয়েছে।’

এর আগে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘এই প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষিত জনশক্তি তৈরি হবে, যা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে। বাকৃবির স্বতন্ত্রতা ও আদর্শকে বজায় রাখতে আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence