ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমারদের সুখবর দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৩ মার্চ থেকে যা চলবে ২২ মার্চ পর্যন্ত। তবে এবার সেকেন্ড টাইমারদের ৫ নম্বরের পরবর্তীতে ৩ নম্বর কাটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ বুধবার (২০ নভেম্বর) ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে। এবারও আমরা সেকেন্ড টাইম রাখার সিদ্ধান্ত নিয়েছি। গতবছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হয়েছিলো যা অনেক বেশি। এবার সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে।

তিনি আরও বলেন, আমরা দুটি বিভাগ থেকে অভিযোগ পেয়েছি এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কিছু অংশ আরবি পড়তেই জানেননা। এজন্য তাদের কথা বিবেচনা করে বি-২ নামে নতুন একটি উপ-ইউনিট করা হয়েছে। আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি। শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে। এছাড়া করোনা, ছাত্র-আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের অনেকটা সময় নষ্ট হয়েছে তাই আমরা প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা ছুটির দিন (শনিবার) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করছি এবারের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।

পরীক্ষার সূচি
আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিট, বি-২ উপ-ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে  দ্রুতই জানানো হবে।


সর্বশেষ সংবাদ