চবির পরীক্ষায় অংশ নেননি ৪৩ হাজার, অনুপস্থিতির শীর্ষে ‘এ’ ইউনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করা ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪৩ হাজার ৪১৮ জন। যা মোট ভর্তি পরীক্ষার্থীর ৩০ দশমিক ২১ শতাংশ। সবচেয়ে বেশি অনুপস্থিতি ‘এ’ ইউনিটে। সব কম ‘সি’ ইউনিটে।

এর আগে গত ১৬ আগস্ট ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর গতকাল ২৪ আগস্ট ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শেষ হয়। ইতিমধ্যে একাধিক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৩৯ জন। অনুপস্থিত ২০ হাজার ৯৬৭ জন। যা ৩৮ দশমিক ৭৯ শতাংশ। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ৯ হাজার ১৭২ জন। যা ২৫ দশমিক ৬৩ শতাংশ।

আরও পড়ুন: গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ

এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯ হাজার ২২৩ জন। অনুপস্থিত ১ হাজার ৮৩৭ জন। যা ১৭ দশমিক ৬০ শতাংশ। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৮২ জন। অনুপস্থিত ১০ হাজার ৩১০ জন। যা ২৬ দশমিক ১৮ শতাংশ।

ভর্তি পরীক্ষার শেষ দিনে বিশ্ববিদ্যালয়টির ‘বি-১’ এবং ‘ডি-১’ উপ-ইউনিটে ৩ হাজার ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ জন। অনুপস্থিত ১ হাজার ১৩২ জন। যা ৩৩ দশমিক ৩৯ শতাংশ।

গত ১৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলে চবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষায় গড়ে প্রতিটি ইউনিটে ৩০ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন (২০ আগস্ট) শনিবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির চেষ্টার অভিযোগে রিয়াদ হাওলাদার নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বড়ি। রিয়াদ বরিশালের বার্থী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। ব্যবসায় প্রশাসন অনুষদের ১২০ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদে সে জালিয়াতির চেষ্টা করার কথা স্বীকার করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence