কুবি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)  প্রথম বর্ষেরর এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা ১২টায় গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। এবার দেশের ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এবারের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবে ১৮ হাজার ৬২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯ হাজার ১১ জন পরিক্ষা দিয়েছে। ‘বি’ ইউনিটে ৪ হাজার ৯৯৮ জন, ‘সি’ ইউনিটে ৪ হাজার ৫৩ জন।  মোট ৯টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। 

'এ' ইউনিউটের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, আমরা ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি উপলক্ষে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। তাছাড়া নিরাপত্তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও রোভার স্কাউটস এবং বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছে। তাছাড়া পরীক্ষা চলাকালীন কোনো অপ্রিয়কর ঘটনা ঘটেনি।


সর্বশেষ সংবাদ