শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ১০ জন

  © সংগৃহীত

একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন শিক্ষার্থী পেয়েছেন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আর ওই প্রতিষ্ঠানটি হলো রাজধানীর মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ। গত৫ এপ্রিল সম্মিলিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ওই প্রতিষ্ঠানের ১০ জনের নাম চলে এসেছে। এর মধ্যে ৭ জন মেয়ে ও ৩ জন ছেলের নাম রয়েছে। 

২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন মো. মাহবুব আলম (শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল), মো. আব্দুল্লাহ আল নোমান (শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল), ইয়াসির আরাফাত (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা), সুমাইয়া বিনতে মহিব (কুমিল্লা মেডিকেল কলেজ), রাবিয়া বিনতে ইব্রাহিম (শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর), সুমাইয়া বৃষ্টি (কুষ্টিয়া মেডিকেল কলেজ), আসমা বিনতে আব্বাস (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ), জিনিয়া ফেরদৌসি লামিয়া (সিলেট ওসমানী মেডিকেল কলেজ), সাইয়েতুন নেছা বেহেশতী (কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ), সমাইয়া বিনতে তারিক (শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল)।

স্বাধীনতার প্রথম প্রহরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের পুণ্য স্মৃতির স্মরণে মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটি ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত।


সর্বশেষ সংবাদ