‘সেকেন্ড টাইম’র দাবিতে চবিতে মানববন্ধন কাল

দ্বিতীয়বার সুযোগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা
দ্বিতীয়বার সুযোগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা  © ফাইল ফটো

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। আগামীকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মানবন্ধন কর্মসূচি পালিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী রওশন আরা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পাওয়া আমাদের অধিকার। উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকবার ভর্তির সুযোগ দেওয়া হয়। তাহলে আমরা কেন বঞ্চিত হব। আমাদের দাবি আদায় করে নিতেই কাল মানববন্ধনের ডাক দেয়া হয়েছে।

আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ থাকবে— আশা ঢাবির দুই অধ্যাপকের

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা। এই দাবিতে ঢাবিতে বেশ কয়েকবার অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না তাদের মধ্যে অল্প সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পাওয়ার আশায়। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারে। এছাড়া যারা প্রথমবারেই চান্স পেয়ে ভর্তি আছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না এমন শর্ত দিয়েও ঢাবিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে।


সর্বশেষ সংবাদ