সেকেন্ড টাইমের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের অবস্থান

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আজ একটি বিশেষ সভা রয়েছে। সভায় যেন আমাদের দাবিটি মেনে নেওয়া হয় সেজন্য আমরা এখানে জড়ো হয়েছি।

শিক্ষার্থীরা জানান, মাননীয় শিক্ষামন্ত্রী এখন পর্যন্ত দুইবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার কথা বলেছেন। এছাড়া ইউজিসিসহ ঢাবির অনেক ডিন এবং অধ্যাপক দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার পক্ষে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবির দিকে কর্ণপাত করছে না। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া আমাদের অধিকার।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা জুন-জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া রাফি নামে এক শিক্ষার্থী বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন। আমি প্রথমবার পরীক্ষা দিয়ে খারাপ করেছি। তাই বলে আমি দ্বিতীয়বার সুযোগ পাবো না এটি হতে পারে না।

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাবি কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া ঢাবি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন অভিভাবক আদালতে রিটও করেছিলেন।


সর্বশেষ সংবাদ