বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ কাল

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মেধাতালিকা আগামীকাল সোমবার দুপুর ১২ টায় প্রকাশিত হবে। রবিবার (০৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। এ উপলক্ষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তির আবেদন পড়েছে ৩৮ হাজার ১৬০ ভর্তিচ্ছু শিক্ষার্থীর। প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্যে প্রতিদ্বন্দ্বী করছে ২৮ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়টিতে মোট ১ হাজার ৪৪০টি সিটের বিপরীতে আলাদা করে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ২২ হাজার ১৬১টি, মানবিক ইউনিটে ৯ হাজার ৭৫৬টি ও ব্যবসায়িক ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ২৪৩টি।


সর্বশেষ সংবাদ