ঢাবি অধিভুক্ত সাত কলেজের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ইডেন মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ইডেন মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মে) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ইডেন মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার পৃথকভাবে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

আরো পড়ুন: রাবির তিন ইউনিটে প্রথম নির্বাচন তালিকার ভাইভা ও ভর্তি শুরু কাল

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন উপস্থিত ছিলেন। সরকারি সাত কলেজে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র চার হাজার ৮৯২টি আসনের বিপরীতে এ বছর আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৯৫২জন। 


সর্বশেষ সংবাদ