রাবির পরীক্ষায় ইউনিটপ্রতি অংশ নিতে পারবেন ৭২ হাজার ভর্তিচ্ছু

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি’তে ইউনিট অনুযায়ী রয়েছে ভিন্নতা।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষা
এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। ভর্তি পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে।

চার শিফটে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা
১. সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, ২. বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ৩. বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এবং ৪. বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার পূর্ণমান, সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি 
এইচএসসি ২০২২ ও ২০২৩ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিশেষ কোটার প্রার্থীদের আবেদন করতে
হবে।

এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে কেবল তারাই ইউনিটের নির্ধারিত চূড়ান্ত আবেদন ফি জমা দিবে।

চূড়ান্ত আবেদন ফি
ইউনিট ‘এ’ (মানবিক) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা, ইউনিট ‘বি’ (বাণিজ্য) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ১০০ টাকা এবং ইউনিট ‘সি’ (বিজ্ঞান) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা।

ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলি যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশিত হবে।

পরীক্ষার হলে যা যা নিষেধাজ্ঞা রয়েছে
পরীক্ষাকক্ষে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর দুই কান ও মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে।


সর্বশেষ সংবাদ