রাবিতে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ প্রোগ্রামে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ (জানুয়ারি-জুন) শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এ কয়েকটি প্রোগ্রামগুলোতে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন। ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ফরম গ্রহণ ও জমা দান।

* প্রোগ্রামগুলো হল—
এক বছর মেয়াদি এমএ ইন ইএলটি/ইএল

যোগ্যতা : ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি। ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ইএলটিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা। স্নাতক (পাস) ডিগ্রিসহ ইংরেজি বিষয়ে এম এ ডিগ্রি। সব ক্ষেত্রেই সিজিপিএ ২.৫০ অথবা ট্র্যাডিশনাল সিস্টেমে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

* দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি
যোগ্যতা: তিন বছর অথবা দুই বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি। ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি। স্কুল/হাইস্কুল পর্যায়ে স্নাতক (পাস) ডিগ্রিধারী ইংরেজি বিষয়ের শিক্ষকেরা। শিক্ষকতার অভিজ্ঞতার প্রমাণপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

* পিজিডি ইন ইএলটি
*যোগ্যতা: স্কুল/হাইস্কুল পর্যায়ের ইংরেজি বিষয়ের শিক্ষকেরা। স্নাতক (পাস) ডিগ্রিধারী স্কুলশিক্ষকদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত ইংরেজি বিষয়ের শিক্ষকতার প্রমাণপত্র জমা দিতে হবে।

* স্নাতক (পাস) ডিগ্রি।

* ইংরেজি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।

* ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।

আবেদন ফরম বিতরণ ও জমা—
এক/দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি/ইএল ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমা গ্রহণ চলছে। ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ফরম গ্রহণ ও জমা দান।

ভর্তি পরীক্ষা: ২৯ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার স্থান: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ২৩১ নম্বর কক্ষে হবে ভর্তি পরীক্ষা।

ভর্তির তারিখ: জরিমানা ছাড়া আগামী ৭ জানুয়ারি ১১ জানুয়ারি পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ২০০ টাকা জরিমানাসহ ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ক্লাস শুরু: ১২ জানুয়ারি।

৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স

* সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ (লেভেল–১, লেভেল–২)
* সার্টিফিকেট কোর্স ইন ফেঞ্চ (লেভেল-১, লেভেল-২)
* সার্টিফিকেট কোর্স ইন জার্মান (লেভেল-১, লেভেল-২)
* সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ
* সার্টিফিকেট কোর্স ইন চাইনিজ
* সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান
* সার্টিফিকেট কোর্স ইন নার্সেস।
যোগ্যতা
এইচএসসি (সমমান) পাস।

৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন ও ফরম বিতরণ চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে ফরম গ্রহণ ও জমা দান।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ