আরেকটি বিভাগীয় শহরেও এবার চবির ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা
চবি ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা চট্টগ্রামের বাইরে আরেকটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সেটি হবে ঢাকা বিভাগীয় শহরে আর এই বিভাগের কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিন’স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন।

আগামী ২ মার্চ থেকে এবার চবির ভর্তি পরীক্ষা শুরু হবে। বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। গত রবিবার (১০ ডিসেম্বর) রাতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির এক সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, আগামী ২–১০ মার্চের মধ্যে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বে আজকের ডিন কমিটির সভায় এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

আগামী  ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়েছে।

গতবছরের তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি বেড়েছে ৫০ টাকা। গতবছর আবেদন ফি ছিল ৮৫০ টাকা, সঙ্গে অনলাইন ফি বাবদ কাটা হতো ১০০ টাকা। এবার আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা, সঙ্গে অনলাইন ফি বাবদ কাটা হবে ১০০ টাকা। অর্থাৎ, এবার এক ইউনিটে আবেদন করতে ফি গুনতে হবে ১০০০ টাকা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবারে চবির ভর্তি পরীক্ষা ২ মার্চ থেকে শুরু হয়ে ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে ঢাকাতে (ঢাকা বিশ্ববিদ্যালয়) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.  রাশেদ মোস্তফা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২ মার্চ থেকে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ও মার্চে পরীক্ষা নিচ্ছে সে দিকটি বিবেচনায় রেখে আমরা এ তারিখগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence