নার্সিং ভর্তি পরীক্ষা শুক্রবার, পরীক্ষাকেন্দ্রে ক্যাম্পেইন নিষিদ্ধ

নার্সিং ভর্তি পরীক্ষা শুক্রবার, পরীক্ষাকেন্দ্রে ক্যাম্পেইন নিষিদ্ধ
নার্সিং ভর্তি পরীক্ষা শুক্রবার, পরীক্ষাকেন্দ্রে ক্যাম্পেইন নিষিদ্ধ  © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারির ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের চারপাশে একশ’ গজের মধ্যে সব ধরনের ক্যাম্পেইন নিষিদ্ধ করা হয়েছে। আগামী শুক্রবার (২৬ মে) এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৪ মে) নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশের ২০টি কেন্দ্রের ৬২টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন নার্স বা মিডওয়াইফের নির্ধারিত ড্রেস পড়া অবস্থায় কোনও পেশাজীবী বা পরীক্ষার্থী লিফলেট বিলি বা প্রচারকাজে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন: নার্সিংয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

এছাড়া আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরীক্ষাকেন্দ্রগুলো: রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বালাজান নেসা বালিকা হাই স্কুল, রাজশাহী কোর্ট কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাইস্কুল।


সর্বশেষ সংবাদ