গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিষয়ে যা বললেন শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ  © ফাইল ফটো

গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২২-২৩ এককভাবে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার পর জটিলতা আরও বেড়েছে। একই সুরে কথা বলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে দ্বিধায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

তবে শুক্রবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ফের সভায় বসায় জটিলতার অবসান হওয়ারও ইঙ্গিত মিলেছে। এতে জবি ও ইবির উপাচার্যও উপস্থিত ছিলেন। এ ছাড়া আজ শনিবার (৮ এপ্রিল) জবির সিন্ডিকেট সভাও স্থগিত করা হয়েছে। এ সভায় নিজস্ব ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

এ পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যত কি জানতে চাওয়া হয়েছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে। বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে।

আজ শনিবার দুপুরে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছ নিয়ে শুক্রবারও একটি সভা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত যাই হোক জানিয়ে দেওয়া হবে। কবে সিদ্ধান্ত জানানো হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগরিই জানিয়ে দেওয়া হবে।

শুক্রবারের সভা সূত্রে জানা গেছে, জবি, ইবি, বশেমুরবিপ্রবি গুচ্ছে থাকবে কিনা তা আগামী দু’তিনদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়েই ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। জবি উপাচার্যও গুচ্ছে থাকার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। জবির সিদ্ধান্তের ওপর অনেককিছু নির্ভর করছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ