এইচএসসিতে ঢাকা বোর্ডে কমেছে জিপিএ-৫, বেড়েছে ফেল

ঢাকা শিক্ষা বোর্ড
ঢাকা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৬৭ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাস করেছে দুই লাখ ৪৯ হাজার ৮৪৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১ হাজার ৭৫২ জন।

এবার ফেল সংখ্যা বেড়েছে ঢাকা বোর্ডে। কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। আজ রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: জিপিএ-৫ পেলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন না ৪৩ হাজার শিক্ষার্থী

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ফেল করেছেন ৬৪ হাজার ৬৬৪ জন। গত বছরের পরীক্ষায় পাস করেন ২ লাখ ৪৩ হাজার ৬৬৬ জন।

ফেল করেছিল ৩৩ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী। এ ছাড়া গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬২ হাজার ৫৫৫ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৮০৩ জন কমেছে।


সর্বশেষ সংবাদ