এসএসসির ফরমের ফি জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১০:৩৯ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১০:৩৯ AM
ঢাকা শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরমের ফি জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর)। এর আগে মঙ্গলবার বোর্ড থেকে জানানো হয়, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসির ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।
আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। আগের নির্দেশনা অনুযায়ী, ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
আরো পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক মূল্যায়ন শুরু আজ
জানা গেছে, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি দুই হাজার ১৪০ টাকা। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ফি দুই হাজার ২০ টাকা। বেতন ও সেশন চার্জ হিসেবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে।
নবম ও দশম শ্রেণির কোনো শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। আগামী বছরের এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। এ পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী।