ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০ PM
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী। এক বছরের ব্যবধানে জিপিএ-৫ বেড়েছে ৩ হাজার ১৮৮ জন।
ঢাকা বোর্ডে এবার পাসের হার ৮৭.৮ শতাংশ। পাস করেছেন ২৪ হাজার ২২১ জন। ফেল করেছেন ৩৩ হাজার ৭১৩ জন। গত বছর ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৯৬.৫২ শতাংশ।
এর আগে ২০২২ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনে পূর্ণাঙ্গ ফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এরপর একে একে ১১টি বোর্ড চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।