ব্যাটেল অব মাইন্ডসের চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজয়ী ঢাবির দল পুরস্কার নিচ্ছে
বিজয়ী ঢাবির দল পুরস্কার নিচ্ছে  © সংগৃহীত

ব্যাটেল অব মাইন্ডস-এর ১৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর দল ‘ড্রোগো’।

বুধবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী অপর চার দলকে হারিয়ে চূড়ান্ত বিজয়ী হয় ড্রোগো। দলের হয়ে অংশ নেন সৈয়দ শাদাব তাজওয়ার, তাসমিম সুলতানা নওমী ও সাদীদ জুবায়ের মোরশেদ।

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যথাক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল স্ট্রেঞ্জার্স (ফাইয়াজ লাবিব, নাফিস কাজী ও শাফকাত তানজীম আহমদ) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল রক, পেপার সিজর্স (মাশরুর আহমেদ জিদান, আদিলা আহমেদ ও তানভীর সিফাত)।

আরও পড়ুন: দুর্নীতির যে অবস্থা বঙ্গবন্ধু বেঁচে থাকলে আত্মহত্যা করতেন: ইতিহাসবিদ আনোয়ার

অন্য ২৬টি দেশের সঙ্গে বাংলাদেশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজারের বেশি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী দলটি তাদের ব্যবসায়িক উদ্যোগের জন্য প্রাথমিক তহবিল বা সিড ফান্ডিং লাভ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসীমসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ