আশিকুরের সন্ধান চেয়ে ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছে ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় দ্রুত তার সন্ধান ও মুক্তির দাবি জানান তারা।

আজ রবিবার (২৭ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, আমি সকালে তার বন্ধুদের মাধ্যমে শুনে বিশ্ববিদ্যালয়ে আসি। গতকাল রাত ১২টার দিকে তাকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যায়। আমি লালবাগ ও শাহবাগ থানায় গিয়েছিলাম সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কিন্তু উনারা জিডি গ্রহণ করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি চাই অতি দ্রুত আশিককে আমাদের মাঝে ফিরিয়ে দিক।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নিয়ে যাওয়া হলো কিন্তু এখন তা অস্বীকার করা হচ্ছে।আশিককে নির্দোষ প্রমাণ করা আমার কাজ নয়। কিন্তু একজনকে যে নিয়ে গেল তার কোন হদিস (খোঁজ) পাওয়া যাচ্ছে না এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সে হিসাবে আমরাও কিন্তু নিরাপদ না।

তিনি বলেন, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো গতকালকে ওকে যখন নিয়ে গেল তখন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তুহিন একটা নাম্বার দিয়ে যান। সেই নাম্বারে আজকে আমরা কল করলাম তিনি বলতেছেন যে তিনি নাকি এখানে অন্তর্ভুক্ত ছিলেন না। এখানে স্পষ্ট ধোঁয়াশা রয়েছে।

আরেক শিক্ষিকা মিসেস ঊষাণ আরা বাদল বলেন, আমি আমার ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করছি। এটা আসলেই একটা মর্মান্তিক বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে। আমরা দ্রুত তাকে ফিরে পাব বলে আশা করছি।

আশিকুর রহমানের সহপাঠী সজীব হোসেন জানান, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়েছে। কিন্তু কেন নিয়ে গেছে এ বিষয়ে আমাদের এখনো কোন কিছু জানানো হয়নি। আমরা প্রক্টর স্যারের কাছে গিয়েছি তিনি আমাদের সাথে দেখা করেননি। তবে প্রক্টর অফিস থেকে বলা হয় খুব শিঘ্রই তারা আমাদের এ বিষয়ে সন্ধান দিবে।আমরা অতি দ্রুত আমাদের মাঝে তাকে ফিরিয়ে দেয়া হোক।

প্রসঙ্গত, আশিকুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলায়। তার বাবা সিরাজুল ইসলাম পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আশিকুর চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তিনি আজিমপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence