চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভাড়া বিতর্কে ছাত্রকে মারধর, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ভাড়া নিয়ে বিতর্কের জেরে মারধর করার অভিযোগ উঠেছে সিএনজি চালকদের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা।

এর আগে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে সিনএনজি চালকরা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকিব জাবেদকে মারধর করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আকিব জাবেদ বলেন, আমরা দুই-তিনজন ছিলাম। জিরো পয়েন্টে আমাদের সাথে ভাড়া নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল। এসময় সিএনজি চালক আমাকে ধাক্কা দেয় ও মারধর করে।

আরও পড়ুন: বগি নয়, হলভিত্তিক রাজনীতি করবে চবি ছাত্রলীগ

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সিএনজি চালকরা তাদের সাথে প্রতিনিয়তই খারাপ আচরণ করেন। এমনকি গায়ে পর্যন্ত হাত তুলেন। আমরা প্রক্টর বরাবর অভিযোগ দিলেও ওনারা ব্যবস্থা নেননি। আজকেও জিরো পয়েন্ট আমাদের এক সহপাঠীকে মারধর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, আজকে দুপুরে আকিব জাবেদ নামে আমাদের একটা ছেলেকে সিএনজি চালক মারধর করছিলো। এছাড়া শুনেছি গতরাতে কায়সার অনিন্দ্য ও আনিকা রিয়া নামে আমাদের দুই কর্মীর মোবাইল নিয়ে গিয়েছিল সিএনজি থেকে। এর প্রতিবাদেই তারা আন্দোলন করেছে এখন। আমি ওদের সঙ্গে কথা বলেছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আহসানুল কবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলার প্রতিবাদে ছাত্ররা মূল ফটকে তালা দিয়েছে। আমরা কথা বলছি। বিষয়টি সমাধান হয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence