আজ আমরা বিশ্বের রোল মডেল হতাম: ঢাবি উপাচার্য

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে আলোচনা সভা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের যে ইচ্ছা ছিল সেটি হচ্ছে এই দেশ যাতে কোনো ক্রমেই জ্ঞান নির্ভর ও প্রযুক্তিকেন্দ্রিক একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণে বিশ্বের দরবারে সম্মানজনক মর্যাদা তৈরি করতে না পারে। তাদের যে প্রত্যাশা একেবারে যে পূরণ হয়নি একথা বলা কঠিন। এর কারণ হলো আমাদের এই জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে আজকে আমরা বিশ্বের রোল মডেল হতাম।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ঢাবির ছাত্রী হলে থাকতে পারেন না বিবাহিতরা

ভিসি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে যেই সেক্টরে ছিলেন না কেন তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ছিল আর সেটি হচ্ছে একটি জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তিনির্ভর উদার মানবিক সমাজ বিনির্মাণ করা। তাদের লেখনী, বক্তৃতা আলাপচারিতার মাধ্যমে নিজ নিজ স্থান থেকে তারা অবদান রেখেছিল।

আরও পড়ুন: টাকা পরিশোধ করেও ছাত্রলীগের বাধায় সিট পাচ্ছে না শিক্ষার্থীরা

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।

 


সর্বশেষ সংবাদ