রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৩৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।
অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, ফল প্রকাশ করতে প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফল প্রকাশের নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে আজ ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফল প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা।
এর আগে গত ১২ এপ্রিল দুই শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলির আবেদন শুরু
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪২ হাজার ৪৩৩ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৬৩১ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী ছিলেন।
এই ভর্তি পরীক্ষায় ৩৫ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশ নেন, যা ৮২ দশমিক ৮২ শতাংশ।