জাবি ভর্তি পরীক্ষা শুরু কাল

আহ্বায়ক-সদস্য সচিব ছাড়াই শুভেচ্ছা মিছিল জাবি ছাত্রদলের

জাবি ছাত্রদলের মিছিল
জাবি ছাত্রদলের মিছিল  © টিডিসি রিপোর্ট

আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছুদের স্বাগতম জানিয়ে মিছিল করেছে শাখা ছাত্রদল। তবে মিছিলে ছিলেন না শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আগামীকাল থেকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আমরা সকলেই ভর্তিচ্ছুদের সহযোগিতায় সর্বদা প্রস্তুত থাকবো এবং সহযোগিতা পূর্ণ মনোভাব রাখবো। আমরা জরুরি মুহূর্তে মোটরসাইকেল সার্ভিস, কলম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করব।

তবে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে তারা জানান, জাবিতে আহ্বায়ক কমিটি হয়েছিল ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে। এই মুহূর্তে আহবায়ক কমিটি শুধু কমিটিতেই সীমাবদ্ধ রয়েছে। কেন্দ্র তাদেরকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও তাদের কোন ধরনের প্রচেষ্টা গত এক মাসে ছিল না। তারা ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য আমরা তাদের সাথে যোগাযোগ করিনি।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জরজিস মোহাম্মদ ইব্রাহিম বলেন,  ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই মিছিল। জাবির বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে আগামীকালের ভর্তি পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার্থে সকল ধরনের কাজে প্রস্তুতি নিয়েছে। তাদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেজন্য সর্বদা সোচ্চার রয়েছে ছাত্রদল। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন,  আমি এ কর্মসূচি নিয়ে অবগত নই। আহ্বায়ক কমিটির মেয়াদোত্তীর্ণের কথা বলে তিনি কেন্দ্রের সাথে যোগাযোগ করতে বলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, আজকে কর্মসূচীর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই। আমাদের তদারকির বাইরে তারা মিছিল করেছে। আর আমরা কেন্দ্রীয় নির্দেশনায় প্রোগ্রাম বাস্তবায়ন করি।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পুর্নাঙ্গ কমিটি দেওয়ার এখতিয়ার আমাদের নাই এটা কেন্দ্রের সিদ্ধান্ত হয়ে থাকে। আমরা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি দিতে পারি। 


সর্বশেষ সংবাদ